সময় যখন থমকে দাঁড়ায়
দেখি চেয়ে ছন্দপতন
ভোগ বিলাসী
ভাগের উঠোন জুড়লো এসে
কঙ্কালসার অনুভূতির দামাল  চালে!


বাদের খাতায় রইল পড়ে
সবুজ ক্ষেতে উজাড় করা
মাথার ঘামের নির্ভরতার
সহজ সরল সমীকরণ!


ভাঙন রোধে মুক্তি পেতে
উত্তরণের উপায় খুঁজে
বেরিয়ে পড়া অনাহুতের।


দেখতে কি পাও--পরম রোদে
মিশে গেছে কেমন করে
অস্থিরতার স্থবির বিলাস?


ভাবতে পারো রিক্ত কুঁড়ি
জীবন পুরের বদল হাওয়ায়
বদলে গেছে অন্ধ ফকির
নিঃস হওয়া মনখারাপের
অনেক আগেই,দোষ কিছু নেই।


এবার বলুন অন্তরালের
টলোমলো পাঁজর জোড়া
অনেক কালের ছায়ার থেকে
ঝরা পাতার গল্প ভুলে
সূর্যমুখি হয়ে ওঠা খুব কী কঠিন?
--------------------------------------
৮/১২/২৩-অবুঝ মন -