একটা দোহাই মাঙতে চেয়ে এতোকিছু ঘুরপথ
তুমি কী জানতে না বুক ভরা যন্ত্রণা এ শহর কত সহজে বুক পেতে নেয়?
অথচ এ চাঁদ আজও বুঝলো না কোনটা আসল আর কোনটা অভিনয়!
যাই হোক ভাঙা পাঁজরের অবাধ শূন্যতার কে করবে পরিমাপ?
তবু জেনো কাটাকুটি খেলার কাদামাখা জল ছুঁয়ে --
সম্পর্কের চোরাচালানে এ মোম অভিশাপ দেবে না কখনো
এবার তুমি ভাবতে পারো যাক খানিকটা পুশিয়ে তো নিলাম ---
-------------------------------------------
-২৬/১১/২৩-অবুঝ মন -