ভাবলাম স্মৃতিতে রয়ে গেছে স্থান
এ কী দেখি সাদা মনে নড়ে চড়ে জ্বল জ্বলে খাম!
বুঝলুম বিকিয়ে যায়নি সেই বৃষ্টির ভেজা রূপ নয়নাভিরাম।


কি যে বল চন্দ্রমুখী--?
ভালো করে চেয়ে একবার দেখো তো দেখি
সুর কি বাজে না কানে ঢেউয়ের লহরী সে তান- "প্রেম একবার এসেছিলো নীরবে?"


যে হাওয়া গেছে বয়ে সময়ের আঙিনায়
সেখানেই ফিরে আসা-- কবিতাই হয়
কিছুতো অজানা নয়
সূর্যাস্তের গভীরে আরো একবার যাপনের হোক পরিচয়।
------------------------------------------ -২৫/৭/২২-অবুঝ মন-