বলতে পারো আহ্বান
আর তাতেই গরম উত্তাপ মুচমুচে ঘ্রান
উপচে পড়লো অবসাদগ্রস্ত শরীরের প্রতিটি কোণায়
তবুও,এতোটুকু হতো বাক না
কারন ওযে হলো প্রেমের বর্ণপরিচয়
তেতে ওঠে ঝড় প্রবল বর্ষণ।


এখানে ও থেমে থাকা,এভাবেও ফিরে আসা--
যদি না থাকে সংশয়,
না মাড়াতে হয় কোনো কাঁটাতার
তাতে সন্ধ্যা নামুক যতো,নিভে যাক তারা
সেই তো আবার কাছে পাওয়া
অগ্রহায়ণের নবান্নে পাকা ধানের মতো।
------------------------------------------
শুভ সকাল-২/১০/২০২১-অবুঝ মন-