বহু প্রতীক্ষিত -প্রত্যাশার অপেক্ষায় পথ পানে তাকিয়ে
জনকোলাহল হতে দূরে, দাঁড়িয়ে এক স্টেশনে
তুমি এলে, প্রতীক্ষার দোলায় চড়ে, প্রানপনে ছুটে
স্বপ্নীল পরশের হাত ধরে, উঠলে চলন্ত ট্রেনে।


এমন সময়ই হঠাৎ, সুর- তাল গেল কেটে
দেখি বিপদ দাঁড়িয়ে আছে সন্মুখে
ঠিক তখনই নীরবতা ভাষা খুঁজে পায়
তবুও যে দোষ- ত্রুটি, মুখ তুলে চায়।


কথার কথায় অবশেষে মাঝ পথে নামা
জানাশোনা পথ ছেড়ে , চললাম একস্থানে
ওরেব্বাবা গিয়ে দেখি মানবের মেলা!
দিকে দিকে- চারিধারে বসেছে ওখানে।


ভালো লাগা- রঙিন স্বপ্ন গুলো গেল হারিয়ে
কোন এক অজানা মোড়কের গভীরে
কথায় মালায় জড়িয়ে- উঠে পড়া
তোমার অনাকাঙ্খিত ডাকে দিয়ে সাড়া।


ধীরে ধীরে তোমার, চেনা রূপ মনে হল অচেনা
সেই ছোট্টবেলার খেলার সাথীর মত করে
দুজনার দুটি পথ ভাগ করে দিয়ে, হারিয়ে গেলে
অস্তমিত সূর্যের আলো মেখে, চেনা রাস্তায় পরে।
--------------------------------------------