যা সত্য সেটাই চিরন্তন
কেউ কি এ মিথ ভাঙতে পেরেছে কখনো?
কতকিছু এলো গেলো--হলোটা কী?
বড়জোর তছনছ এলোমেলো
সেই তো শীতল পাটি শান্ত সহজ,হলো ধির।


হতে পারে বিরতির জ্বলজ্বলে প্রকাশ
কিন্তু তা কতক্ষণ--কত সময়--ভেবেছো কী?
পাহাড়ি ঝর্ণা যেমন আটকানো যায় না
নদী বলো আর সমুদ্র শৃঙ্খল ভাঙবেই ভাঙবে
তাইতো এতোকাল পরে হান্স আজও রয়েছে জীবিত।


এবার আসি ফিরে সোনালী তিমিরে,জোৎস্নার দেশে
যেখানে দিনে দিনে বাড়ছে সবুজ সরল রেখার অসংখ্য বিস্তার
ওই দেখো কেমনে ওরা উজ্জ্বল কীরণে মেতেছে!
হাঁ ওরাই,ওরাইইই--সেই ঝিনুকের দল,আগামী পৃথিবী
যাদের ভিতরে মুক্তোর অজস্র বাস,শুধু চাই কৃষকের একটু সযত্ন।
---------------------------------------------
৬/১/২০২৩-অবুঝ মন-