নিজের মাঠে বলটি রেখে
চাপান স্রোতে মাপছো ঢেউ!
ভাবছো বুঝি এই দোলটা
জানবে না আর অন্য কেউ?


এপার ওপার সবই সমান
তফাত শুধু চেয়ে দেখার
ছড়িয়ে আছে সব খানেতেই
শেয়াল কাঁটা জ্বালার ভার।


তাই বলি কী চলার পথে
সময় মতো সুযোগ করে
মিষ্টি মুখর নতুন সুরে
দূরে কোথাও আসি ঘুরে।


কেটে যাবে চাপান উতোর
সময় ঘিরে সকল ধন্ধ
এগিয়ে এসে হাতটি ধরো
রেখো না আর মনে দ্বন্দ্ব।
----------------------------------------
২৭/৮/২০২১-অবুঝ মন-