বিবেকের দরবারে আলো যে ছড়ায়
তার কী কোন কালে আছে কোনো ক্ষয়?
তিনি যে শুরুর বেলায় ভয়কে করেছিলেন জয়।
স্বপ্নের কারিগরে যে জাতি অচল
সেখানে ফোঁটায় কুঁড়ি আলোক উজ্জ্বল
তাই তিনি বলে গেছেন হয়ো না কো দূর্বল।
জানি না এমন যুগাবতারের আর মিলবে কী না দেখা
তিনি যে অমর চিরকালীন যুগের অগ্নিশিখা।
--------------------------------------------
১২/১/২২-অবুঝ মন-