---------------------------------------------
ফাগুনের আগুন মাখতে চেয়ে
ঝড় এলো জোরে
ধোঁয়ায় ভরে গেল ফুসফুসের কিনারায়।


তোমার ইচ্ছাকে মান্যতা দিলাম
স্বপ্ন বিলাসী নৌকোকে ডুবিয়ে
বল তুমি খুশি হয়েছো কিনা?


যদিও,তোমার মায়াকে অনেক যত্ন করে
তুলে রাখলাম মনের মন্দিরে
বল দোষ কি আমার?


তুমি নীরব খাতার জ্বলজ্বলে ছবি ভাসালে
খোলা আকাশের বুকে
কিছু বলার নেই আর।


পারলে চেয়ে দেখো,জ্বলছে আগুন
আমাজনের শেষ সীমানায়
দেহটি গুটিয়ে যাচ্ছে থকথকে জেলির মতো।
--------------------------------------------
২৭/২/২০২০-অবুঝ মন-