মই থাক বা না থাক
বার খেকো ঝোড় কাক
কি করে যে হয়ে যায় রাজি?
কী মশাই দেখছে কি মাঝি?


একদিকে রেডচার্ট তার উপরে ঠাঁটবাট
গল্পের গরু কিনে দেখে
চিমটির নুনভাতে এ আসর কাঁপে!


এরপর নন্দ ঘোষের দেখা না মিলে কী পারে?
বাংলার অভিধানে টক ঝাল নুন গোলা
কত শত জমা হলো বারুদের ঘরে!
বুঝলো না বিভিষণ কে আছে মাঝারে?
আহারে,আহারে তবু সুখ জেগে ওঠে পাতাবাহারে।
--------------------------------------------
২১/১০/২২-অবুঝ মন-