আজ বাতাসে কান পাতলে শুনতে পাবে
ক্রন্দনের সুরে হাহাকার ধ্বনি
স্বাধীনতা প্রাপ্তির এত বছর পরেও
ভয়াবহ বিপর্যয় এদেশে এসেছে নামি।
কত যে কোল শূন্য হলো
কত নারী বিধবা হলো
সন্তান হারা পিতারা, নীরব পাথর
আর সন্তান- সন্ততিরা হলো অসহায়
তাতে ভন্ড নেতা-নেত্রীদের কিবা এসে গেল
এরই মাঝে কেউ কেউ,
ঘোলা জলে মাছ ধরতে নেমেও পড়ল
মেরুদণ্ডহীন কিছু সংবাদ মাধ্যমের ভীড়--
তাদের ঘিরে, প্রশংসার বন্যায় ভাসিয়ে দিল।
যেখানে প্রয়োজন সমবেদনার সাথে---
কাঁধে কাঁধ মিলিয়ে বদলার ঝড় তোলা
সেখানে তল্পি-বাহকের ন্যায় ,ঘেউ ঘেউ সুরে--
ফেউ তুলে, মুখোশধারী নেতাদের
পিছু পিছু ছুটে চললো তারা।
শহীদ হয়েছেন বীর সন্তানেরা ,এদেশের বুকে
কুখ্যাত জঙ্গি 'আদিল আহমেদারের'
আইডি বোঝাই গাড়ির কবলেতে পড়ে
আর নয় ,চুপ করে বসে থাকা ভারতবাসী গণের
আসুন বাড়িয়ে দিই হাত ,
ধ্বংস করি এই ঘৃণ্য চক্রান্তের।
------------------------------