একটু মেঘে টপাস করে পড়লো বুঝি জল?
কাদা খোঁচা সরিয়ে রেখে আমায় কিছু বল
ছুটি বলে ছাতার তলে ভিজতে হবে কেন?
রাত নটাতে বাড়ি ফেরা এইটুকু টাও যেনো
ওইটুকুটা ভাসিয়ে দেওয়া তোর কথারই টানে
তুইও দেখি ভেবে নিলি অন্য কোনো মানে!
তোর শহর তোরই কাছে থাক না হয়ে আলো
আনমনা এই বাউল মনা হোক না যতোই কালো
জানবি না তো চাঁদের মাটি সত্যি কী না খাঁটি?
আয় চলে আয় অবসরে একসাথে পথ হাঁটি
এই বৃষ্টি তোকে দিলাম ধরতে পারিস যদি
তোর জল ছবিতে রঙ মিশিয়ে আঁকবে কবি ছবি।
--------------------------------------------
-১৬/৮/২৩-অবুঝ মন -