এমন তো নয় কেবল হৃদপিন্ডের রক্ত গোলাপ
তাতেই তুমি সবসময় জানো--! তাহলে এতো উপেক্ষা?
এ কথা কি পথের ঐ ধূসর বালুকনা গুলো জানে?
মেঘ ঢেকে গেছে বলে--এতো কুয়াশা বলয়!
মনের শহর আর একটুও তাতে না আগুনে!
ভাবতে পারো কি এ স্থবিরতা তোমার নয়?
অথচ ভাসিয়ে দিলে অকারণ ঋতু বদলের হাওয়া!
এই দেখো হঠাৎ করে----
কেমনে প্রিয় সুগন্ধ আবার বদলে গেলো নীরস অনুযোগে?
--------------------------------------------
২৩/৯/২০২২-অবুঝ মন-