দিবসের কথা থাক
এই সুরে আমরা
অথচ ভাবনার কত পথ আহতের?
ট্রাকটা সরলের হলে পরে কথা নেই
ঝরঝরে মথুরা সামনে
এরপরে আমি নেই কেউ নেই বলবে?
ছায়া জল রোদ্দুর চিনে নাও সময়ের আয়নায়
ওই দেখো শপথের মোহনা ডাকছে
বলছে আমরা তোমারই,আমরা তোমারইইই--
কে জানে কতটুকু বেইমান রক্তের চিহ্নে?
জানি তো হীরকের দূতিময় মূল্য ধরাছোঁয়া বাইরে।
--------------------------------------------
১৩/২/২৪-অবুঝ মন -