এই তো বিচার
---------------------------------------
সময়ের চলমান সিঁড়ি বেয়ে
শতাব্দী হয়ে গেছে পার
যা কিছু চলে গেছে,
আর যা কিছু রয়েছে বেঁচে
সবকিছুতে কি চেপে বসে দায়ভার?
যে ঘাটে গান্ধী কেটেছে সাঁতার
সেখানে ও যদি নূপুরের ধ্বনি শোনা যায়
এর পরেও বয়সের ছাপোষা গল্পে
সত্যি কি মুখ ঢেকে যায়?  
যাক সে কথা এখন থাক
এখন সে পাখি ওড়ে পাতি পুকুরে পাড়ে
ডিম পাড়ে হলমার্ক
খোঁয়াড়ের খুঁটি পাশে থেকে ছাড়ে জমাট দীর্ঘশ্বাস!
-------------------------------------
     আমরা মানুষ
------------------------------------------
সময় যখন হয় প্রবাসী
হানাদার হয় ভাগ চাষী
হিসাব নিকেষ আর কি মেলে?
মন ময়ুরী যায় যে খেলে
কজন বোঝে এসব খেলা?
চারিদিকেই রঙের মেলা!
হাত বাড়ালেই উড়ছে ফানুস
তবুও না কী আমরা মানুষ!
----------------------------------------
-১৪/৯/২০২১-অবুঝ মন-