জানি না পাবো কী না তারার জ্যোতি
তবু ও চাইবো না হোক কারও ক্ষতি
জীবনের যে পথ ঘিরে উড়লো ধোঁয়া
ভাবি শুধু চেয়ে চেয়ে এ কোন মায়া?


পাখিটি ধান খেয়ে যায় চুরি করে
কৃষকের শরীর ফুঁড়ে রক্ত ঝরে
ঘৃণা ভরা নয়ন যদি এ সবই চায়
থাকে না তাঁর উঠোনের একটুও দায়?


ক্ষমাও বেঁচে থাকার এক ঠিকানা
জানি না তেমন কিছু আছে কী না?
জীবনের চলার পথটাই এই যদি হয়
কী জানি কেমন করে হিসাব মেলায়?
-------------------------------------------
-১৯/১/২৪-অবুঝ মন -