হয়তো কিছু অর্থ ঝেড়ে
যে যার মতো উঠছে ফুলে।
সত্যি কি সুখের আসর
আসছে ছুটে বসত কূলে?


রক্ত ঝরা রক্ত নালী
বুঝিয়ে দেবে সুযোগ পেলে
ঠগের বহর ঠিক কতদূর যেতে পারে।


হয়তো কিছু ওম বিলাসী
ভোগের বহর উঠবে নেচে।


সত্যি কী উঠোন জুড়ে
ছায়া রোদের মিশেল মেলা
গাইছে এ গান মনের থেকে?


পাহাড় প্রমান দেনার দায়ে
ডুবছে যে জন
তাঁর বা খবর কে আজ রাখে?


সময় কালে যে যার মতো
পেয়ে যাবে নিজের হিসেব
ঠিক কতটা সঠিক ছিলে।
-------------------------------------------
-৩/১/২৪-অবুঝ মন-