এই তো জীবন চলার স্রোতে
-------------------------------------
হতে পারে নানান ধাঁচে পুড়ছে কত আগুন আঁচে
শূন্য ভাড়ার পূর্ণ করার সহজ উপায় চলার স্রোতে এর চেয়ে বেশি আর কী আছে?
পাথর দেয়াল--কাঁকর নদী কী বা পারে নিয়ম মেনে?
ধূসর খেয়াল ধুলোয় ঠেলে ধাপে ধাপে এগিয়ে চলো রাস্তা চিনে।
----------------------------------
এ কোন অস্তরাগ
----------------------------
শখ যখনই জাগে
একটু ফাগুন রাগে
বলতে কথা আসি চলে
ঝরাপাতার বাগে।
ক্ষণিক চলার পর
সেই তো দেখি
জমাট বরফ ঠান্ডা বাতাস
নড়েচড়ে উঠছে ভেসে
লাশকাটা এক ঘর!
এ কোন অস্তরাগ?
----------------------------------
-৬/৯/২৩-অবুঝ মন-