এই তো জীবন-৬
------------------------------------
একটু খানি বললে পরে
তেলে বেগুনে উঠছে জ্বলে
বলতে পারেন কেমন করে শুধাই তারে?


কী যেন কয়-নিউক্লিয়ার,এটাই না কী কাল
গজিয়ে ওঠা গল্প বুনে ছড়ায় কানেকানে
দু চারজন থাকলে কাছে ফুটতো আতব চাল!


অবুঝ মনের ফুলবাগানে
বেড়াবেড়ির আছে মানে
জীবন যুদ্ধে জয়ী হতে জল দিতে হয় জেনে।


এখন শুধু দেখার পালা চলছে কেমন স্রোতের টানে?
-------------------------------------

এই পথে যাই ভেসে-৯
-----------------------------------
খবর না পেলে কী হবে
সমুদ্রের প্রতীকী আভাস বেশ টের পাই
থরে থরে সাজানো উপকরণ বাসমতি চাল
সহবাস বন্ধের দু-দন্ড আড়াল,ঝতুমতীর সহাস্য কোলাহল
সেখানে লাইসেন্স বিহীন বোবা নোনা জল--?
বড় জোর নিশুতি রাতে ঘরে মান্নাদাকে ডেকে আনতে পারে।
--------------------------------
২৬/১২/২২-অবুঝ মন -