তিলক চন্দনে আঁকা
নব বধু সাজে হাতে শাঁখা
সিঁদুর পরনের অপেক্ষায়
পথ চেয়ে বসে সিংহাসনে
নতুন জীবনের সন্ধানে।


বাজছে সুমধুর সানাইয়ের সুর ধ্বনি
আগমনী বার্তা পেয়ে--
নবরূপে সজ্জিত বরবেশী সখা
আসছে নিতে,তিলে তিলে গড়া
জনকের কন্যা, সৃষ্টি কারিনীকে।


এরপর চললো কিছু সময় ধরে
সমাজের মন গড়া রিতিনিতী
উচ্চারিত হলো মন্ত্রের চেনা সুর
আর ও কতকিছু আচার, নানা আয়োজনে,
আশীর্বাদের আসিস ঝরলো, বিদায়ের শেষ লগ্নে।


চোখের গঙ্গাতে বয়ে গেল নানা স্মৃতি
বুক ফাটলো গর্ভধারিণী মায়ের
আর নীরব পাথরের মতো -পিতা,
ফ্যালফ্যাল করে  রইলো চেয়ে
জামাইয়ের হাতে নিজ কন্যা সম্প্রদানে।


বাজলো বিদায়ের সুর,
বিষাদের করুন সুরে
চলে গেল কন্যা ধীরে ধীরে,
চেনা ঘর -বাড়ি, পথ- ঘাট --
পিতা-মাতা,স্বজন ছেড়ে।
---------------------------------
১৩/৩/১৯-