উন্নয়নের সরিখ যারা চোর ডাকাত আজ হচ্ছে তারা!
হলো কী নন্দলাল--এখনো ঘুমের দেশে চুপটি করে বসে শুনবে ঘুমপাড়ানি গান?
এ কেমন জেগে ঘুমোনোর অভ্যেস চিরকাল?


হয়তো অতি প্রভুভক্ত হতে গিয়ে হয়েছে এমন করুণ হাল
তাই বলে কামড়াতে না পারি,ফোঁস তো করতে পারি সব্বাই
বলো কী চোর ডাকাতের দল--আমরা কি একটুও যোগ্য সম্মান চাই না আর?


যদি সামান্য গুণী হও,যদি মানী হও,--এই তো সময় হাতে হাত রাখবার
জানি ধূপ চিরদিন গন্ধ বিলায়,তার মানে এই নয় বুকে একটুও জ্বলন নেই--


৩০/৩/২৩-অবুঝ মন