সাদা পাতায় হিজিবিজি--কেমনে এলো এ কারসাজি?
ইচ্ছে হলো রাজার ভারী,ওমা এ যে দেখি হুকুম জারি!
বলতে পারো হিসাবটা কী?


লইটে মাছের চারা পনা--অর্ডার কোথায় জানতে মানা?
মাসের শেষে বগল দাবায় রাখতে হবে ছয়টি পাতা!


এক যাত্রায় পৃথক ফল কেন হলো বলতে পারো?
এবার থেকে সবাই সবার হাতটা ধরে একটু খানি ফোঁস তো কর।


দেখছো কেমন উঠছে জ্বলে খেলোয়াড়ের দল
আমরা কী ফেলনা পুতুল--শুধুই মাখাল ফল?


খেলা হবে,হওয়ার ছিলো,তাকিয়ে দেখো আসছে ধেয়ে
দলমা হাতির দল।


এরপরেও--বসে থাকা চুপটি করে!
এই তো সময় পাগলা গারদ খুঁজে রাখার।
---------------------------------------------
-১/২/২৩-অবুঝ মন-