তুমি যখন তোমার সুরে চললে একা
অপর দিকে দেখলে কী আর--হয়েছে কার খাঁচা ফাঁকা?
এরপরেও বাঁধলে বাঁধন ইচ্ছেমতো আগুন রোদে!
তপ্ত সাগর শীতল রূপে থাকতে পারে আর কী থেমে?
সোহাগ সুখে পাগল হয়ে একতরফা এগিয়ে গেলে
অতি দ্রুত ওমের খোঁজে গোপাল ঠাকুর,লক্ষ্মী মাকে কোলে নিলে
এই তো সময় হিয়ার মাঝে দুই পৃথিবীর।
-------------------------------------------
২৫/১/২০২৩-অবুঝ মন-