জোছনা কি দূতিহীন থাকতে পারে?
নিঃশব্দে নীরবে স্তব্ধ বাতাস ছুঁয়ে বয়ে যায় বেলা
না আর কোনো রাখঢাক লুকোচুরি নেই
লুকোনো অবাঞ্ছিত বাকের বাড়বাড়ন্তের প্রশ্নই ওঠে না
অলীক কল্প ক্লান্ত অস্তরাগে যোযন দূরত্বে খুঁজেছে আশ্রয়
রক্তাক্ত হওয়ার একটুও ভয় নেই আর
এখন সময় শুধু গোধূলির ছায়াপথে হেঁটে বেড়াবার।
-------------------------------------------
২১/৬/২০২২-অবুঝ মন-