।।এই তো সময়।।
ভাবছো ভাবো বেশ তো আছি ঠান্ডা ঘরে
কী বা হবে বাঘের সাথে লড়াই করে
অন্ধ হলে বলার কিছু থাকতে পারে?
এই সুযোগে লইটে মাছের ঝাঁক কে খেতে বাড়ছে কুমির ধিরে ধিরে।
এই তো সুযোগ জ্বলে ওঠার চেতন আলোয়,অধিকারের
এরপরেও ঘরের কোণে বসে থাকা চুপটি করে!
এরছে বরং এগিয়ে আসি শিরদাঁড়াটা শক্ত করে
হোক না যতোই বড় হনু পালিয়ে যাবে লেজ গুটিয়ে।
--------------------------------------
                  ।।ভরা থাক।।
দেওয়া নেওয়া যাই হোক মুখোশটা বড় বেমানান
চেনা পথে রোদ উজ্জ্বল,হোক ছাই যতোই মলিন
তাই তো সুখের জরিপে এভাবেই আজও--হেঁটে চলা
যেখানে ঢিলেঢালা বাঁধনের একেবারে নেই কোন স্থান
চাঁদ অণুকাব্যের খোঁজে মাঝে মাঝে মেঘে ঢেকে যেতে পারে ঠিকই
কিন্তু মীরার এ প্রেমময় উঠোন এতোটাই নিপুণ!
সুতরাং সেই ফুলমালা চন্দনে ভরা থাক মন,বিকলাঙ্গ যেন না হয় কখনও--
------------------------------------
৪/৩/২৩-অবুঝ মন-