আসতে পারে জেনেও তবু কাজকে নিয়ে থাকা
হঠাৎ দেখি ওরাই হাজির আমি শুধুই একা!
নাম জানে না ধাম জানে না মুখর কত মুখে
নামকোয়াস্তে আসা যাওয়ায় দিব্যি আছেন সুখে!


এরও পরে  বুক জ্বালানো চোখে পড়ার মতো
আড়ে নেই বহর ভারী বাড়ছে দিনেই ততো!
এমনিতেই চেনা শহর শীতের কাঁথা গায়ে
খবর রেখে লাভ কী তাদের জ্বলছে কার কাটার ঘায়ে?
---------------------------------------------
-৫/১/২২-অবুঝ মন-