নাম তার সমুদ্র মুখে তার কারুকাজ
ছেড়ে চলে ঢেউ আর ঢেউ বোনা কতশত উপহার
অথচ পাহাড়ি ঝর্ণার জল মনে হয় এর কাছে কিছু নয়!
নাম তার রাই সুরে সুরে জাগে তাল
মিলিব মেলাবে বলে শেষে ছাড়ে হাল
অথচ বাতাসেতে কানপাতে নিভৃতে নীরবে!
নাম তার মায়ামৃগ বাসা তার আলমোড়া উঠোনে
মেছো বক চার মারে দলমার দাবানলে!
অথচ কবি আজও-অলৌকিক গিটার ছুঁয়ে চেয়ে আছে অসীম প্রত্যাশায়।
---------------------------------------------
-১২/৫/২৩-অবুঝ মন -