অন্তত একবার বৃষ্টি নামুক--বলতে পারো কে না চায়?
অথচ হঠাৎ ঝড় এসে কত কত সাজানো উঠোন অনায়াসে ভেঙে দিয়ে যায়!
যতোই বলি না কেন--ভেবে কী লাভ,কিন্তু ভাবনা যে ঠিকানা বিহীন
এই তো সেদিন মুখের কথা শেষ হলো বলে পথটা অনাথ!
এখন তুমি যতোই আলো জ্বালাও আর কোন সাড়া পাওয়া ভার,সুতরাং জমতে থাকুক ধূসর চাঙড়--
--------------------------------------
১৮/৬/২৩-অবুঝ মন -