।।এইতো চাই।।
।।কলমে:নরেশ বৈদ্য।।
-------------------------------------
আষাঢ় মাসে মেঘের মেলা
ঝর-ঝরিয়ে করছে খেলা
টুই-টুম্বুর রাস্তাঘাট
জল থৈ থৈ লাগছে মাঠ।


এরই মাঝে স্বপ্ন চোখে
সুজন সখি আঁকছে বুকে
নতুন কুঁড়ি আসবে কোলে
ডাকবে সে যে মা মা বলে।


মারুক লাথি কুসুম রোজ
বিশ্বাসী স্নান রোদের খোঁজ
গঙ্গা নদী আর কি চায়?
বৃষ্টি-জোয়ার প্লাবন বায়।


ধু-ধু বালুর মরুর চর
যাক না ভেসে চার ধার
মুচে যাক সব আঁধার
থাকবে কেন প্রেমিক চোর?
---------------------------------------
২৮/৬/২০২০-অবুঝ মন-