ভাবনাটা একান্ত তাঁর
আমরা হলাম এক একটি ছড়ানো ছিটানো জোড়া তার
এভাবেই তিল তিল করে গড়ে ওঠা ভরা এই সংসার।


ভাবনাটা ছিল না বলে,বলা যেতে পারে বিস্তৃত আরও -----
যাত্রার পথে তাই এত এত পাগলাটে--
অবুঝ,সবুজের সমারোহ।


এবার আসি ফিরে সোনালী বিকেলে
ভ্রমণের ইতিকথা নিয়ে
শুরু হলো পথ চলা হাওড়া স্টেশনে
মিলেমিশ একাকার,একসাথে উঠে পড়া যাত্রি নিবাসে
ঝকঝকে নাম ভারী ইন্টার সিটি
গানে গানে কবিতায় উন্মাদ জোছনায়--
আর কী কেউ নিতে চায় ছুটি?


এক এক করে--কত পথ ছেড়ে?
প্রতিক্ষার অবসান ঠিক অবশেষে
হুড়মুড় হৈচৈ নেমে পড়া বিখ্যাত আমে
ভাবছেন ভিড়ে গেছি গৌড়ের জ্যামে--?
আরে না না,এলো ছুটে সেই যান যার নাম টোটো
এক,দুই,তিনে মিলে রাখলো না ফুটো
দেখলাম চেয়ে চেয়ে এই তো,এসে গেছি যুব আবাসে
বেডরুম ব্যালকনি ভরল সুবাসে
টুপ টুপ ঢুকে পড়া নিজ নিজ গুণে
দাউ দাউ আগুনের পেটপূজা--
ডানহাতে একেবারে গ্ৰোগ্ৰাসে টেনে!


এরপর যা হলো---!সে কী আর বলি?
কেউ দিলো সুখ ঘুম করে কোলাকুলি
ষোলোতে ভিজলো শহর সুখ চোখে ভাসি
বেপরোয়া রাত শেষে খিল খিল হাসি
বাকি কথা--থাক তোলা,পরে হবে ক্ষণ-----
---------------------------------------------
২০/২/২৩-অবুঝ মন-