ভাবলে কি আর সব কি হয়
মানুষ হওয়ার প্রচেষ্টা চাই
যাদের জন্য ভাবছো বসে
তারাই আবার বিঁধছে কসে
সুর চড়ালে অভাব ভাবে
স্বচ্ছতা কি বৃথাই রবে?
দু-দিনের এই মায়ার ভবে
কর্ম গুনই রয়ে যাবে।


সঠিক চলার ঠিক ঠিকানা
বোঝে না যে আপন জনা
অবুঝ জীবন যাচ্ছে ভেসে
ব্যথার ঝরার করাল গ্রাসে
এই যে কালের অকাল ধারা
মানবকুল আজ দিশেহারা।
----------------------------------------
২০/১২/১৯-অবুঝ মন-