লাগলো দোলা ধরার মাঝে
বসন্তের -ই রঙিন সাজে
আয় সকলে দোদুল দুলে
রঙ খেলতে মনের ভুলে
নব রূপে , রঙিন মনে
রাঙিয়ে তোলো সকল প্রানে
হিংসা বিবাদ যাক না চলে
আনন্দের- এই হোলি খেলে
প্রেমের এই ধরনা তলায়
নানান রঙের, রঙিন খেলায়
ঘুচে যাক আছে যত, মান-অভিমান
দুঃখের হোক অবসান--
বাজুক দিকে দিকে সাম্যের গান
মনেরই আঙ্গিনায় জাগুক আনন্দের জয়গান।
---------------------------------------
২১/৩/১৯