তুমি তো এসেছো সবে
থেকে দেখো কিছুকাল
তবে তো জানবে
অকবির খাতে লিখিয়েছো কী না নাম
আরে রাম রাম
তা নয় গুটি গুটি পায়ে পাততাড়ি-
এখুনি খুঁজছো চারধাম!
তুমি তো জানো চোখের উপরে শ্রেয়
কার কাছে আজও কত দাম
তার মানে এই নয়
ক্ষয়া ক্ষয়া শুধু অভিমান
যে আতর লেগেছে গায়ে
একবার পুষে দেখো আঁচলে।
-------------------------------------------
১৪/৯/২৩-অবুঝ মন-