শোলের রমরমা দেখে
ভেবো না ঘোড়েলের কমেছে বাজার
সময় সুযোগ খুঁজে টোপ,টপ টপাটপ
ফেলে ঠিক বোলতার চার
তুমি,আমি,সে--জনগন মানুষের পরিচয়
স্বচক্ষে দেখছি তাই!
কী জানি কার কিসে লাভ?
নিয়ে নেয় যার যার ভাগ!
বাকিটুকু না বললেই নয়
ঘেন্নার হাতিয়ারে কাটাকুটি,কচ কচ
এখানেই শেষ বলে যদি কেউ ভেবে নেয়
থাকতো না মূল্যের দাম আদালত ও আদালত।
------------------------------------------
২৬/৩/২৩-অবুঝ মন-