যদি ভেবে বসো তোমার নাগালের নিভৃত যাপন অনন্ত মরুপথ
তাহলে বাঁকা চাঁদ যতোই আলোক ছড়াক না কেন মনে হবে ছত্রাক বিষময়
তবুও "অভিমানী তন্দ্রাহীনতায়"ডুবে কি যায় ও চাঁদ?
সে তো জানে সাগরের ঢেউ সযত্নে কিভাবে বুকে তুলে নিতে হয়
এই স্পর্শ কত যে সুখের প্লাবন আনে টেনে কাউকে বলে বোঝানো কী যায়?
ওগো উদাসীন নিষ্পাপ অনুভূতি ভুলে এখন যতখুশি ভাবো "তুমি কোন ভাঙনের পথে এলে---"
----------------------------------------২৮/৭/২৩-অবুঝ মন -