এই যে তোমরা পেটে কিল মেরে পড়ে থেকে চাইছো কী বলতো?
এই যে তোমরা এতো ভালো অভিনয় কর কী করে?
এই যে তোমাদের এতো খাই খাই বাই আসে কী করে?
এই যে তোমরা কেন এতো ভিড় বাড়াও বলতে পারো?
এই যে এখনো তোমরা শুধু ক্ষুদ্র স্বার্থের জন্য লড়ছো দলে দলে?


এ সবই হলো তেনাদের অভিমত,বুঝলেন কি না?
যত সব চোর ডাকাতের দল
কী যে সব বলো হকের দাবী!এ আবার কোন কালে ছিল না কি?
না হয় মেধাবীরা আজ রাস্তায় পড়ে,তাতে কার কী এসে যায়?
যাক না ফাঁকা হয়ে স্কুল,কলেজ--আর সব অফিসের চারিধার
এতো এতো জনপরিসেবার রমরমা বাজার--তাও তোমরা তাঁকে সুলে চড়াও!
হে জনাব তোমরা কি দেখছো না আমরা যা পাই কম কিছু তো নয়?সেটাই এনাফ--সেটাই এনাফ।


এখন না হয় শিরদাঁড়ার প্রশ্ন উহ্য থাক
এবার ভাবুন নন্দলাল শুধু ঘেউ ঘেউ করবেন না
মরন কামড়ে জলাতঙ্কের চাইবে আরওও--বিস্তার?
-------------------------------------------
৭/৪/২৩-অবুঝ মন-