যে বার্তায় ছিলো না এতটুকু খাদ
সেখানে নামে এতো অন্ধকার!
অথচ এখনো জড়িয়ে আছে
স্পষ্টত বৃষ্টির সুজল আভাষ!
এই যে এতো আলো এতো গান
এগুলো কি কোনো কিছু নয়?
তাকিয়ে দেখো বরফ চূড়াও--
কিন্তু প্রবাহ গঙ্গা হয়
এরপরেও যদি নিজেকে আড়াল করো
অবাক পৃথিবীর বুকে মাথা রেখো
তখনো শুনতে পাবে আমার এই গান
পাতা খসানোর এখনো হয়নি সময়।
-------------------------------------
-১/১/২০২১-অবুঝ মন-