।।এখনি বিদায় বোলোনা।।
-----------------------------------------
নীরবতা এবং নিস্তব্ধতা বড়োই অচেনা  
এই যে এতো বানভাসি প্রকাশনা--সেগুলো কি কিছুই নয়?
"মাঝে মাঝে তব দেখা পাই---" এ শুধুই গান !


বন্দিনী হলে পাখি কি উড়তে পারে?
অথচ স্পষ্ট ডানার চিহ্ন ওই আকাশের গায়!
জানালা বন্ধ তো নয়ই তাহলে কেনো দুর্ভিক্ষের লক্ষ সাঁতার?


হতে পারে রমরমা তাই বলে সহসা নিরিখ বদল
ফারাকের এ হেন সূচারু ব্যবহার!
কেনো বা ফিরে আসা তীরে দিতে হলো সুতীক্ষ্ণ তলোয়ারে ধার?


চাপিয়ে কি দিয়ে ছিলো কোনো দায়ভার?
এই যা গোলাপের সুগন্ধী পেতে একটু বাড়িয়ে ছিলো হাত
তবুও এই ঘোর কলিতে দাঁড়িয়ে পথের বাঁকে আবারো নিতে হলো বিদায়!
-----------------------------------------
     -২৮/৬/২০২১-অবুঝ মন-