।।এখনো হয়নি শেষ।।
যে থাকতে চায়,সে থাক
একেবারে তার নিজের মতো করে
শুধু ফেরার ক্ষমতা টুকু বজায় রেখে  
ফিরে এসো চেনা শহরের আপন ঘরে।


যেখানে ছেড়ে যাওয়ার পথ সুষ্পষ্ট
সেখানে আর কি বা থাকে পড়ে?
বরফ যখন গলবে না আর,বাঁচতে তো হবে
শীতের একটি কম্বল জড়িয়ে ধরে।


খাঁচার পাখি যত দূরে যাক উড়ে
তাই বলে অবাক হলে চলবে কি?
হাত গুটিয়ে বসে থাকা,আর না
এখনো অনেকটা পথ চলা যে বাকি।
-------------------------------------------
       ।।কেন যে এমন হলো?
হিসেব নিকেষের কালো ছায়া
কোনো দিন একটুও মাড়াতে চাইনি
অথচ ভেবে পাইনা কেন যে বারে বারে
অসমান বাউন্সপিচে সে পথ মাড়াতে হয়!
কত বার চেয়েছি ঝিরিঝিরি বৃষ্টিতে একটু ভিজতে
কিন্তু সে এক অতল সাগরের টান
আমায় হাতে ধরে নিয়ে গেলো পৃথিবীর রক্তাক্ত গুহায়!
সাগরকে মুঠোয় ধরে রাখা সহজ কি হয়?
---------------------------------------------
-২১/১১/২০২১-অবুঝ মন-