এখনও কেশিনাগ
--------------------------
খাতিরটা কিসের--?
বুঝতে না বুঝতেই ঝম ঝম
এরই সাথে ফুরফুরে সরগম---
কার গায়ে দোলা দিয়ে চলে যায়?
পথ শুধু চেয়ে থাকে অপলক
মন তাঁর খুঁজে ফেরে কে-কোথায়


কোকিলের কনসার্ট দোটানায়!
সবুজের নামটা কি অজানা?
পা যদি কেটে থাকে শামুকে
কার দায় ফোঁকরের ফাঁকটার?
চেয়ে থাকা,চেয়ে দেখা সেমিনার
মনে হয় সবটাই বোঝা ভার?


এখনও--কেশিনাগ
কার চোখ কতখানি জ্বলছে!
বেরঙীন হলেও যে দোষ নাই
প্রদীপের শিখাটা পুড়ে ছাই
যেটুকু যা ধুকপুক থাক না--
---------------------------
৭/৯/২৩-অবুঝ মন-