জীবনের এতোটা পথ পেরিয়ে এসে
হঠাৎ করে কী দরকার ছিলো উৎকট উদগ্ৰ নিঃশ্বাস আঁকড়ে ধরার?
খানিকটা মাতাল সঙ্গম শেষের ক্লান্তি বৈ তো কিছু নয়
অথচ কিভাবে ছেড়ে যাচ্ছে এক একটা তট
তোমার সুদীর্ঘ ছায়া আজ অস্তিত্বশূন্য
তারস্বরে যে একটু চিৎকার করবে সে উপায়ও নেই!
এবার ভাবুন নিঃসঙ্গ শব্দহীন শুন্যতা কুড়োনোর খুব কি আছে প্রয়োজন?
বলতে পারেন আলপথ ধরে কতদূর যাওয়া যায়?


যদি এ অধ্যায় এখুনি সমাপ্ত চাও
তাকিয়ে দেখো তুমি হীনা তারা কী ভীষণ পেয়েছে আঘাত?
তবুও পাতা ঝরা অরণ্য বলবে,ঠিক তেমনটা নয়
ওই তো বেলাশেষের বারান্দায় বৃষ্টির আনাগোনা রয়েছে সতেজ
ফিরে এসো কাঁটাতার ছাড়িয়ে,বাস্তবে লেপ্টে থাকা জল পাখিদের কাছে।
--------------------------------------------
২৪/৭/২৩-অবুঝ মন -