খই উড়লো বলে
হাওয়াটা গরম করে
ভাবলে পাতানো দই।
নিলো তো রক্ত শুষে
জিলিপির প্যাচ কষে  
শহরেতে দিয়ে মই।


কেমন লাগলো বলো?
রসালো মিষ্টি রসের
জিবের তাতানো ফল।
সবকিছু জেনেশুনে
নিতে চাও কাছে টেনে
এখানেই গ্যাড়াকল!


কখনো কি দেখোনি?
ফেঁসেতে গিয়েছিলো
কালিরামের ঢোল।
মানে মানে কেটে পড়
দেখছো না ঘোলা জল
উবে যাবে সম্বল।


একটু তলিয়ে দেখো
মিথ্যে কিছুই নয়
ভাঁড়ার টাই শূন্য।
যতটুকু আছে বেঁচে
যত্নে সাজিয়ে রেখে
দর্প করো চূর্ণ।
-------------------------------
২২/৪/২০২১-অবুঝ মন