একটা নাম দিতে গিয়ে দেখি
ক্রমশঃ বদলে যাচ্ছে অন্ধ দৃষ্টি যোগে লতানো ছোঁয়াচে সংক্রমণ,চোরা চালান গুপ্ত অভিঘাত পুরোনো পাপের ভার।


একটা হিসাব মেলাতে চেয়ে দেখি
কেবল ভেনামী চিংড়ির মজলিস ভরা বেনামী রোদে পুড়ে যাওয়া নয়,বরং প্রাপ্তির পূর্ণ ভাঁড়ার একটা ঝরঝরে হিমালয়ের পবিত্র হ্রদ,স্বচ্ছ সরোবরের সংযোগ স্থল একান্ত আপন


সেখানে না হয় কিছুক্ষণ এক অনন্ত খেয়াল ঠোঁট কাটা মলমে বেচলো একটু কাঠফাটা রোদ
তবু পাওয়া তো হলো একটা অদেখা অচেনা ভরা এজলাস আলাদা জগত।


সুতরাং এক্ষণে মরন তো দূর অস্ত বরং আত্মার যোগাযোগ মিলেমিশে একাকার হলো একটা দৃষ্টি নন্দন ভরা ছন্দের চল সালোকসংশ্লেষণ সবুজ আকর্ষণ।


দেখি এভাবেই বাকিটা সময় একটা জোৎস্না ভেজা পূর্নিমার চরাচর আস্ত উঠোন কুড়োতে পারি কী না ?
---------------------------------------
১৬/১১/২৩-অবুঝ মন -