বেশ তো গালে রোদ,চড়া রঙ লেগেছে
বিপরীতে চেয়ে দেখ
কিভাবে খাইবার সংকট জ্বলছে?
তাঁত ঘর পুড়ছে
নিভৃতে নীরবে রক্ত বেচছে
অথচ প্রাণপ্রণ লড়তে প্রস্তুত!
জানে না এই হাত কার দিকে যাচ্ছে
হয়তো একদিন মুছবে যত সব লাল রঙ পৃথিবীর
যদিও অভাগীর মনে কোন শোক নেই,তাপ নেই
বোঝে না সে বোঝে না--
প্ররোচনা প্রচারক হতে পারে এরকম নির্মম!
আসলে পূণ্যি পুকুরে ডোবে যে প্রতিদিন।
এই তার প্রতিদান মূল্য!
হয় হোক কালো ঝুল ঝাপসা দুচোখে
একটাই প্রশ্ন--যৌথ প্রয়াসে এ কেমন এককের আঢ্য?
চিমনির কালো ধোঁয়া লাগলে,ফুসফুস পুড়বেই পুড়বে
তবুও আয়ানের নামটা উজ্জ্বল কিভাবে?
-----------------------------------------
৩০/৪/২৪--অবুঝ মন