কিছু বুক ভরা শব্দে আলোর ইশারা খুঁজতে গিয়ে-
কতবার যে হোঁচট খেয়েছি কে জানে?
তবে একথা বলতে এতটুকু দ্বিধা নেই,কখনও পারদ নামেনি নেগেটিভ জোনে
এখানেই পৌরুষ এখনোও এগিয়ে সামনে সমানে সমানে
কার কিসে বাঁচে মান সে খেয়াল কারা যেন রাখে মনে?
নারী মোহময়ী হলেও একাধারে স্বচ্ছ জননী সময়ে সম্মানে
এভাবেই যুগে যুগে নির্মাণ বিশ্বাস ইমারত
টাকা,পয়সা,গয়নাগাটি হোক যত পরিপাটি এ সবই ও এক সময়ে অচল।
----------------------------------------
১৯/১১/২২-অবুঝ মন -