।।কবিতা-অলীক কল্পনা।।
‌।।কলমে-নরেশ বৈদ্য।।
---------------------------------------------
হ্যালো,শুনছো--- যদি মনে করো
খোলা জানালায় চোখ রেখো
ভিক্ষা পাত্রে সাধ ভোজনের মৃদু আলো
সাদা এক টুকরো মেঘের মতো পাঠিয়ে দিয়ো
না,সমুদ্রকে ছুঁয়ে দেখবো না আর
একথা ভরসা করে বলতে পারি
শুধু আবেগের ফাতনা গুলো--
সাদা পায়রার মতো উড়িয়ে দিতাম,এই আর কি।


যে সমুদ্রে ডুবতে রাজি ছিলাম একদিন
সেখানেই তুমি কত সহজে লাগাম পরাতে চেয়ে
দেয়াল তুলে বলেছিলে-লিখছো লেখো আমাকে নিয়ে-
আধারের ধারে কাছে আসতে পারাটা এতো সোজা নয়।


সেই থেকে বুঝেছি----
এ বিকেলও উপোসী উঠোনে ঠায় একলা দাঁড়িয়ে
তবুও আপন স্রোতে আপনার খোঁজে
মন উড়ে যায় মাথা নিচু করে ফাগুন-রঙা যযাতি জোছনার পাশে
তাকিয়ে দেখে আলেয়ার চিকচিক ঘুমন্ত বালি,অলীক কল্পনা
যেথা প্রেম শুষ্ক পোশাক,আর মন মুহূর্ত পরিহাস
ছিলো না কখনো,নেই কোন খানে।
---------------------------------------------
১৮/৬/২০২০-অবুঝ মন-