দেখবার চোখটা থাকলে
বাঁকা মন আশ্রয় প্রশ্রয় পায় কি?
থাক যত তোষামোদ দশ দিক
অন্ধের চোখে নেই জোনাকির ফুল্কি
সুতরাং,কোলভাগ পিছমোড়া কোলাজের
সলতে টানতে টানতে সবেতেই
স্বাভাবিক উৎসব দেখবেই দেখবে।
কারণ ওই বাবুসব জানেনই না
চৌকাঠ চাবিকাঠি খোয়ালে
ভাঁড়ারের আর কিছু থাকে না।
যাইহোক এটুকুই বুঝবার ক্ষমতা
কমে গেলে ক্ষুরধার
আর কি থেমে থাকে বালি বাঁধ?
বাহাদুর শোষকের ভরপুর রসনায়
বিলাসী তৃপ্তি বন্দে--এক্সপ্রেস
পাহাড়ের ধার ঘেঁসে ছুটবেই ছুটবে।
তখন আর গ্ৰহদোষ সম্বল---
বামুনের নীতি কথা শোনে কে?
------------------------------------------
-৯/৬/২৫-অবুঝ মন-