প্রলুব্ধ যে হইনি --
সে কথা বলি কেমন করে
কথার অধুরা মায়ায় পড়ে
কামনা ও জেগেছিল অন্তঃপুরে।


সেই সব সুর, ঝড় তুলে এসেছে
প্রেমের দোলায় চড়ে,কত শত বার
তার-ই দায়ভার আজ বোবা কান্নায়--
ভারী হয়ে মিশে গেছে বাতাসের বুকে।


কখনো বা বিনিদ্র রজনী জেগে
কেটে গেছে সারা রাত
মায়া হরিণীর পিছে ছুটে ছুটে
স্মৃতির নদীতে ভেসে স্বপ্নালোকে।


মাঝে মাঝে চাবুক দিয়ে
ক্ষতবিক্ষত করেছি মনের দরজাতে
যার স্পষ্ট চিৎকার ধ্বনি
আজও শুনতে পাই হৃদয়ের গভীরে।


হয়তো বা হারিয়ে যেতাম
ব্যথার জ্বালায় অন্ধকারে--
বিবেকের মুখোমুখি দাঁড়িয়ে,অপরাজেয় মন
ধেয়ে গেছে আলোর ঠিকানা খুঁজে।


আজ নিজেকে ডুবিয়ে রাখি
ভাব সাগরের মধ্যে, বাঁচার নতুন আঙ্গিকে
আকাশ-গঙ্গার মতো বয়ে চলা --
সেই স্রোত, হারিয়ে গিয়েছে অন্তরে।
----------------------------------------
২৩/২/১৯