ছাইপাশ কী লিখি কে জানে
জানি না এ পথ ধরে চলেছি কোথায়?
তবু এ বুনো পাখি পোষ মানবার নয়!
সেটা কী ওরা ও বোঝে না?
এটা লেখো ওটা লেখো--আরোও কত কারবার!
কোন নিগূঢ় জোৎস্না চায় কে জানে?
আমি যেটুকু যা বাস্তব,কোনো খেলনা নয়
অবজ্ঞা অবহেলা সইভার ভার এটুকু রয়েছে আমার
ঠিক যেমন অনাদর আগাছার ফুটে ওঠা বনফুল
এভাবেই একটু একটু করে ফুরাতে চাই জীবনের বাকি পথ
অনেক দেখেছি আমি বেপরোয়া সাইক্লোন ঝড়
শুধেছি যতেক ঋণ!মেখেছি মৌন বসত একাকী নদীর মতো---
--------------------------------------------
১৬/৩/২৪-অবুঝ মন -