কবিতা-এমনি করে কেন জিতে যাও বলতে পারো?
।।কলমে-নরেশ বৈদ্য।।
---------------------------------------------
তোমার কি মনে পড়ে?
যেদিন দেখেছিলাম ভিড়ে ঠাসা লোকালয়ে
সেদিন তুমি সাপ-লুডু সিড়িতে-নেশাতুর চোখে মজে ছিলে
শান্তির জল ছিটিয়ে দিয়ে কোমল চৌকাঠ পেরিয়ে এসেছিলাম চলে
ভিতরে তখন নেশার ঘোর
ঘন রক্তের প্লাবন,আলকোহল ফুটছে টগবগ করে
বুঝেছিলাম অন্ধকূপের বিষাক্ত ছোবলের অপেক্ষায় প্রহর গুনছো
যে গল্পের তুমি একমাত্র নায়িকা,ধামাধার আগুনের গোলা
শিক্ষা সেখানে নিরর্থক,মিথ্যের জয়জয়কার ঠোঁট জুড়ে
প্রতিবাদ,টুকরো টুকরো হয়ে যাবে উড়ে
ভেবে নিলে খুব বোকা,আষাঢ়ে গল্পের মানে কি বুঝবে আর?
হুইসেল উঠলো বেজে,ছুটে চললো ঘরবাড়ি
আর সেখানে তখন বিরাজে নিঃশব্দ হাহাকার
তুমি তখন মশগুল ভোজপুরি মচমচে রঙিন পাঁপরের পাঁজরে
আগুনে পুড়ছে ঘি,মধু-মোম,চুপ থাকো কি করে?
ক্রমশ গাড়ো অন্ধকার ঘনিয়ে এলো,শিরা গুলো পুড়ছে দাউ দাউ করে
ভেবেছিলাম পাকড়াও করি,তবু মন চাইলো না কিছুতেই
হাতের কাছে পেয়েও,ভিলেনের ভূমিকায় মানিয়ে নিলেম।
ভাগ্যিস নতজানু ছিলাম,নইলে বিষ্ফোরনের গুঁতোয় পৃথিবীর বুক যেতো চিরে
সেদিনও এমনি করে আরো একবার তুমি জিতে গেলে।
---------------------------------------------
২৮/৬/২০২০-অবুঝ মন-